সহকারীর অর্থ কেলেঙ্কারিতে চাপের মধ্যে থাকা সুরঞ্জিত দুই দিন আগে এক সংবাদ সম্মেলনে বলেন, দোষ প্রমাণিত হলে তার সরে দাঁড়াতে এক মুহূর্তও দেরি হবে না।
তিনি গত বৃহস্পতিবার বলেন, “আজীবন তীর ছুড়েছি, এবার তীরবিদ্ধ হয়েছি। এবার তীরের যন্ত্রণা বুঝছি। কী যাতনা বিষে, বুঝিবে সে কিসে,,,।”